বাদল ধারায় সুদিন
বিশ্বনাথ সাহা
বৃষ্টিহীন আজ আষাঢ়ের দিন
আর কি লাগে ভালো
সারা দিনই বৈশাখী রোদ
রাতে চাঁদের আলো।
ভাবছে চাষী কেমন করে
সে করবে জমি চাষ
চাষ না হলে খাবে কী সে
আর সবাই বারো মাস।
বর্ষার জলেই সকল চাষী
চাষ করে আনন্দে
পরিশ্রমে ফসল ফলায়
জীবন চলে ছন্দে।
এই আষাঢ়েই কত যে ফল
আম জাম কাঁঠাল পাকে
সারা দিনই বৃষ্টি পড়ে
মেঘলা আকাশ থাকে।
চাই না গো আর আগুন ঝরা
এমন বৈশাখী দিন
আষাঢ় আসুক ঝম ঝমিয়ে
বাদল ধারায় সুদিন।
© বর্ধমান/৬ আষাঢ় ১৪৩১
22 June 2024
পাঠক গণ এর উদ্দেশ্যে:
পত্রিকার স্বার্থে লেখা পছন্দ হলে কমেন্ট ও শেয়ার করতে অনুরোধ করছি। আপনিও লেখা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়:
kabyapot@gmail.com
WhatsApp: 8100481677