,,, ভাবনার চৌকাঠে
✍️ কনককান্তি মজুমদার
সভা-সমিতি-সন্মেলন হয় মান্য-গণ্যে অলঙ্করণ,
সেথায় যোগ্যতায় হয়না সবার ইচ্ছাপুরণ
লাগে পরিচিতির পরিমণ্ডল ;
তাই সর্বদাই দ্বিধান্বিত-দ্বন্দ্ব।
বলতে গিয়ে হয়ত কিছু
বলার মতো বলবো,
জানি তোমরা শুনবে না তা
আমি নই যে সেথায় কেউকেটা।
আমার যেগো ন্যাজ(লেজ) গজায়নি
উচ্চ ডালে স্থান হয়নি,
ওই ডালটা আমার জন্য হয়ত বুঝি পলকা।
হতে পারে মাধ্যাকর্ষণে চিৎ-পটাং ধরণীতে ধুলি-ধূসর,
ভয়েই তাই দূরত্বের দূরে থাকতে হালকা পুলকা।
দোষ নিওনা,
এ আমার সত্য ভাষন
ভেবো না ভাই অন্যথা…।
ভালো লাগলো পত্রিকাটি । কবি নীরেশ দেবনাথ এর কবিতা সবচেয়ে ভালো লাগলো। সহজ রেসিপি আকর্ষণীয়। অন্য লেখাগুলিও ভালো লেগেছে ।