একটা কবিতা
শিখা চৌধুরী
———————————
ভাবনা যখন মনের গভীরে ভাসে,
দিনান্ত শেষ হয়, গোধূলির রঙ মেখে,
এক ফালি চাওয়া,পাওয়ার খুশিতে হাসে
মন ও খুশি সে সুখ যতনে রেখে ।
দৃষ্টি যখন সীমানা পেড়িয়ে ছোটে,
মন ছোটে মৃদু বাতাসের তালে তালে,
ভাবনা জড়িয়ে ছন্দরা এসে জোটে,
অব্যক্ত কথারা থাকে শুধুই অন্তরালে।
সবুজের মাঝে হারায় যখন মন,
আবেগের বেগ দুরান্তের কিছু খোঁজে,
স্তব্ধতায় যেন ঘিরে থাকে কিছুক্ষণ,
বোঝেনা কেউ ,এ মন তো কিছু বোঝে!
আমার সঙ্গে আমার মনের খেলায়
একলা সদাই কি যেন চাই পেতে,
ভেসে চলি আমি সখের কাব্যভেলায়,
সৃষ্টি সুখের উন্মাদে উঠি মেতে।
———–