প্রেম
তরুণ মিত্র
আমি রদ্দুর থেকে তাপ তুলে নিয়ে
দিয়েছি ছড়িয়ে আলো,
বালিমাখা জলে যে তুমি
সেঁকেছো নিজেকে ভালো !
ফ্রক-চুড়িদার ছেরে এখন
তুমি নিয়েছো গো শাড়ি,
একা একা গানে আমি
সাজিয়ে তুলেছি বাড়ি।
ফুল বাজার থেকে গাছ এনে
পুঁতেছি রঙিন টবে,
ফুলশয্যায় সাজাতে সে ফুল
ফোটাবে তুমি কবে ?
শীতের পরশে ওম মেখে তুমি
হয়ে ওঠো সজ্জন,
ঘন কুয়াশায় আমি ঢাকা
পড়ে পড়ে বর্জন।
আমি ঝরণার জলে স্রোত মেখে
ধুয়ে দিই সারাগায়,
ভরা যৌবনে তুমি, তাই
ঝলকাও বিছানায়।
নোতুন বিছানায় আজ
চাই বিছানো চাদর,
দূর থেকে কাছাকাছি হই
আরও সাদরে আদর।