*অগ্নিপ্রেমী*
✍️শ্যামল অধিকারী✍️
মিষ্টি প্রেমে স্যাকারিন দিয়েছো,
হয়েছো ছদ্মবেশী মিষ্টতা।
স্বপ্ন কাটা ঘরে রক্তস্রোত,
জিভের দেওয়াল বেয়ে ঘরস্রোতা।।
অন্ধকারের উপমা মিশিয়ে,
অভিশ্রুতির পারদ মাখা।
হিমেলস্রোতে পাঁজর কাঁপে,
বিবেকের স্নায়ুতে জীর্ণতা আঁকা।।
হৃৎপিন্ডের দ্বীপে ঝাপসা রানী,
ঝাপসা হৃদয় ক্ষেতের ঘর।
শীত সন্ধ্যার প্রেম গালিচা পাষান,
পাষাণ মৃত্যু মিছিলে শিকারী যাযাবর।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শঙ্খচিলের ন্যায় ছোঁ মারা মমতা,
মোহগর্তে ফোঁটা-ফোঁটা সুখ ফেলছে।
বলাকা পেরিয়ে ভালোবাসার স্পর্শ চেতনা মলিন,
উজ্জ্বল বিভীষিকা নক্ষত্ররা ও বিরহের গান গাইছে।।
ধোঁয়াশা ভরা গন্ধবিহীন যাতনার গোলাপ ফুল,
আগুন পাখি হয়ে স্পর্শ করে চিবুকে।
স্বজন হারানোর লেলিহান অগ্নিপ্রেমী তুমি,
নীলাকাশে ফানুস উড়িয়ে অগ্নিসন্ধি আঁকে।।