দামে আগুন রোদে বেগুন( পোড়া)
– অগ্নিমিত্র
আজ বাজারে গিয়ে চোখে
দেখেছি সর্ষেফুল!
জীবনে আর করবো না কো
এত বড় কোনো ভুল।
বারোশো টাকায় ট্যাংরা বিকোয়,
তেরোশো টাকায় গলদা..
মটন সাড়ে আটশো হলো,
কী খাবি তুই, বল তা ?!
ডিম ,সে তো সাড়ে ছ’য়ে চলে
বেজায় যে তার গর্ব;
কী কিনবো, কী যে খাবো,
ঠিক করতে পারবো?!
খুশির শহরে ভয়ের স্রোত
চোরাগোপ্তা চলে…
শত্রুরা দাম বাড়ার রূপে
এভাবেই কথা বলে।
অল্প স্বল্প কিছু কিনতেই
পকেট হলো ফরসা…
রোববারেতে বাজার যেতে
পাই না যে আর ভরসা !!