গভীরতা
বিশ্বজিত মুখার্জ্জী
গেলে যেতে পারে সে, খামকা রেখো না বেঁধে….
ম্রিয়মাণ গল্পের তুমি ছিলে তার শেষ অনুচ্ছেদে।
নদীর ঢেউয়ে এক পাড় ভেঙে যেমন গড়ে অন্য পাড়…..
তুমিও তার কাছে ছিলে ঠিক তেমনি উপহার।
ব্যঞ্জনার কিছু ফলশ্রুতির আপেক্ষিক তাপ…
বর্ষার হাতটি ধরে সৃষ্টি হয় ঘন নিম্নচাপ!
কোন একদিন বেহিসাবী মন অচানক পথ ভু্লে..
হঠাৎই নৌকা হাজির নদীর স্রোত উপকূলে।
সহযাত্রী সেও হয় খোঁজে মোহনার অভিমুখ…
নৌকা চলে পাল তুলে স্রোতস্বিনীর মন খুব উৎসুক।
হিতাহিত শূন্য বোধ সময়ের অমূল্য দাম…
নদী আর নৌকা বুঝি পরস্পর এক
অধ্যায়ের নাম!