============================
# শীত বুড়ি
————
————
# প্রদীপ চন্দ
————-
————-
শীত বুড়ি থুরথুড়ি,
লেপকাঁথা নিয়ে,
জবুথবু চলে আসে,
হামাগুড়ি দিয়ে।
ওর ভাই থুর থুরে,
উত্তুরে হাওয়া,
সাথে সাথে আসে যেন,
পিছে করে ধাওয়া।
বুড়ো বুড়ি একসাথে,
কনকনে রাত,
শীতের ঠেলায় বুঝি,
হবো কুপোকাত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খোকাখুকি থাকে শুয়ে,
লেপে মুখ গুজে,
মা এসে টেনে তোলে,
তাকে নিয়ে খুঁজে।
ঠাকুরমা কাঁপা হাত,
ওভেনেতে সেকে,
তিন মাথা হয়ে দাদু,
গেছে বুঝি বেঁকে।
স্নানের কথায় ভাই,
গায়ে আসে জ্বর,
কাকা গায়ে রোজই ঢালে,
নেই যেন ডর।
ফুটপাথে শুয়ে ওরা,
ঠকঠক কাপে,
কোন মতে বেঁচে আছে,
আগুনের তাপে।
নেড়ি গুলি রাতে ঘোরে,
গায়ে কিছু নেই,
শীতের কামড়েতে তাই,
কাঁদে কেই কেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এত সব সত্বেয়,
শীতে আছে মজা,
সবুজ সবজি অনেক,
পাওয়া যায় তাজা।
বড়দিনে কেক আছে,
আছে পিকনিক,
হরেক আনন্দ আর,
বেড়ানোর হিড়িক।
আর আছে নানা পদে,
পিঠে আর পুলি,
যত পার খেয়ে নাও,
প্রাণ মন খুলি।
ভাল মন্দ মিশিয়ে তাই,
শীত কাটে বেশ,
শীতের দুপুরে বসে,
খুশির সমাবেশ।
////////////////////
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});