মনের কথা
বিশ্বনাথ সাহা
আজ বুঝি তাই লিখবে না হায়
তোমার মনের কথা!
গুমরে মরে মনের মাঝে
বলার ব্যাকুলতা!
দাও না বলে শুভক্ষণে
যা আছে সব মনে!
না বলা যে বিষমই দায়
মনের বোঝা বাড়ায়
সময় মতো বললে পরে
মন হালকা হয়ে যায়।
মনের কথা দাও বলে দাও
বন্ধুজনের দেখায়।
বন্ধু সে তো সবার বাড়া
যায় না তাকে ছাড়া
করতে সুগম চলারই পথ
সেই তো ধ্রুবতারা।
মান অভিমান ঝগড়া ঝাঁটি
ফেলে দাও না সাড়া।
বন্ধু সুজন এই জীবনে
সবার হয় প্রয়োজন
বলতে পারা সকল কথা
দুঃখ সুখে চায় মন।
বন্ধুত্ব যে মিলন মনে
সাথী সর্বক্ষণে।