🌱 🌱 🌱 🌱
সাবধানে বাও নাও
🎶🎶🎶🎶🎶🎶🎶
আবু সাঈদ
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
শেরপুর সদর শেরপুর
৩০/০১/২০২০
পাল তোলা এই নৌকা আমার
হেইলা দুইলা যে যায়
কোথায় গিয়ে ভিড়বে নৌকা
কোন সে ঘাটের ঐ বায়।
মানব দেহের নৌকা আমার
অনেক বড়ই দামি,
বানাইয়াছে ঐ কারিগড়
তিনি জগৎ স্বামী ।
নিজ গতিতে চলছে নৌকা
আপন নদের বাটে,
বুঝবে মাঝি ভিড়বে যখন
কবর নামের ঘাটে।
মাল খালাসের মালি যখন
আসবেরে মাল খোঁজে,
ছাড় পাবেনা মন মাঝিটা
মালনা দিলে বুঝে।
নকল মালে বুঝাই করা
নৌকার ভিতর খানি
ধরা খাবে মাঝির নৌকা
তালাশ হবে যখনি।
পালতোলা এই নৌকা আমার
সঠিক পথে যে যাও,
মনমাঝিরে তাইতো তুমি
সাবধানে নাও টা বাও।