Spread the love

ছেলের চিঠি

শ্যামল মন্ডল

**********

শ্রীচরণেষু মা ,

 

আমি তো মা ভাল’ই আছি

তোমার খবর বলো ?

তুমি কি সেই আগের মতো

সবার বোঝা তোল ?

আমি যে মা বড় হয়েছি

ভুলে’ই গেছি তোমায় ,

আজকে আমি ডাক্তার বাবু

থাকি কলকাতায় ।

তোমার বৌমা শিক্ষা দীক্ষায়

অতি উচ্চ মানে ,

কলেজে সে চাকরি করে

ব্রতী শিক্ষা দানে ।

তোমার নাতি মাস ছয়েকের

ঝিয়ের কাছে থাকে ,

আধো বোলে বাড়ির ঝি কে

মা-মা বলে ডাকে ।

চেয়ে ছিলে আসতে তুমি

শহর কলকাতায় ,

বুঝবে না মা তুমি এলে

বাড়তো কত দায়।

তোমার স্বভাব কেমন ছিল

সে তো আমি জানি ,

সারাটা বাড়ী মাথায় নিয়ে

টানতে কলের ঘাণি ।

ছোট বেলায় বাবার শাসন

তোমার স্নেহের হাত ,

দৌড়াদৌড়ি আর দুষ্টুমিতে

করতাম বাড়ি মাত ।

সেদিক থেকে তোমার নাতি

শান্ত স্বভাব হবে ,

কাজের মাসি থাকলে বাড়ি

চিন্তা কিসের তবে !

একটু খানি বয়স হলে

দেখিয়ে দেব তাকে ,

তখন’ই তো চিনবে সে তার

আসল মা যে কে !

অনেক বছর হয়ে গেল মা

তোমার কাছে যাইনি ,

বাবার শরীর কেমন আছে

সে খবরও পাইনি ।

মাসকাবারী মাসের খরচ

সময় মতো দেবো ,

আমার ভাবনা ছেড়ে মাগো

নিজের কথা ভেবো ।

আমি যে মা বড় হয়েছি

ছোট্ট শিশু নই ,

আশীষ করো আমি যেন

অনেক বড় হই ।

আসছে পূজায় সময় পেলে

তোমার কাছে যাব ,

তোমার হাতে ক্ষীরের পায়েস

আয়েস করে খাবো।

বাবার দিকে খেয়াল রেখো

নিজের কথা ভুলোনা ,

তুমি যে মা সবার সেরা

নেই যে কোন তুলনা ।

লিখবো কি আর বলো মাগো

লেখার অন্ত নাই ,

চেম্বারে যে যেতে হবে

এখন তবে যাই ।।

প্রণামান্তে -শ‍্যামল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *