অনুশোচনা
বিশ্বজিত মুখার্জ্জী
মধুহীন আজ ফুলের বাগান অলিরা আসে না আর…
প্রেমহীন এই শ্রীপতিনগর অগোছালো সংসার!
চোরাগলি পথে প্রেম কেনাবেচা দরদামে কাটে রাত…
আঁধার কাটিয়ে জোছনার সাথে সময়ের মুলাকাত।
দুখের বাগানে শান্তির বারি সোহাগের আশা ক্ষীণ…
আশা নিরাশার দোলাচলে কাটে বিরহীর রাতদিন।
যদি আসে প্রেম ক্ষণিক সময়ে বার্তাবহন করে…
কত প্রেম মরে প্রতি রাতদিন নিয়তির খেলা ঘরে!
ফুল আছে বলে প্রেমের বাগানে অলিদের দেখা হয়…
ভুল পথে হেঁটে সেদিনের প্রেম পায় নাই পরিণয়!
ফুলের বাগান স্মৃতির গ্যালারি বিষন্নতায় ঠাসা…
গোধুলি বেলায় ফুলের পাপড়ি খুঁজে নেয় ভালোবাসা।