Spread the love

১) টাকা
🌱 🌱 🌱
✍️ভুবন বন্দ্যোপাধ্যায়✍️

টাকা টাকা
আজ শুধু
টাকা যেন ধ্যান,
টাকা ছাড়া
আর কিছু
নেই কোন জ্ঞান !

বোধ বুদ্ধি
বিবেকটা
জাগে নাযে মোটে, 
টাকা টাকা
করে সব
দিন রাত ছোটে ।

এক দিন
হয়ে যাবে
রাশি রাশি টাকা,
দেখা যাবে
তখন তো
আসলেই ফাঁকা ।
______



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২) শোষণ
✍️ভুবন বন্দ্যোপাধ্যায়✍️

কমছে সুদ
বাড়ছে কর
মামুষ দিশা হারা,
তার ওপরে
সব জিনিষের
দাম লাগাম ছাড়া ।

কেমন করে
বাঁচবে আর
গরীব  মধ্যবিত্ত !
নুন আনতে
পান্তা ফুরায়
অভাবটা যে নিত্য ।

যত শোষণ
দেখি এখন
শুধু গরীব হচ্ছে !
ধনীরা আজ
ওদের ধন
সবাই লুটে নিচ্ছে !
________



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *