মে দিবস
দীননাথ চক্রবর্তী
কিগো,মে দিবস ভালো আছো?
বললাম আসলে একটা সৌজন্য
জানি তো একটুও ভালো নও
বয়স তো আর কম হয়নি
তবু দেখো আজও বেরিয়েছো কাজের শিকারে
যদি একটা কিছু মেলে
স্টেশনে স্টেশনে
জালান গেটে গেটে
নিকুচি পেটের জন্য…
ওদিকে দ্যাখো বাবুরা সব
দিব্যি ছুটি উপভোগে ব্যস্ত
ছুটি মানেই তো পরিবারে পূর্ণিমা
মঞ্চে তখন কেউ কেউ
দিব্যি ছিঁড়ছে কাটছে
তোমার অতীত
তোমার বর্তমান
তোমার ভবিষ্যৎ
যারা কোনদিন ঘাম ঝরাইনি
যাদেরকে তুই-তো কারি করতে
সাহস দেখায় না কেউ…
তবু দেখো কি অনায়াসে
হাঁটুর বয়সীও তোমাকে
তুই-তো কারি করতে কুণ্ঠা বোধ করে না…
এটা নাকি উত্তরাধিকার
দোষ আর দিই কি করে?
চিরকালই যারা ভালো থাকেনা অবহেলিত অসুন্দর
তারাই আবার সুন্দর করে তোলে
যারা ভালো থাকে
ভালো থাকতে চেষ্টা করে
তাদের খাদ্যে-পোশাকে- বাসস্থানে…
তুমিতো মিথ্যা নও মে দিবস
তুমিতো অসুন্দর নও
কৃত্রিম নও
তুমি শাশ্বত সুন্দর
তাইতো ভ্রমর হয়ে আসে তারা
শুষে নেয় তোমার বুকের মধু…
দীননাথ চক্রবর্তী