দুটি কবিতা : সুমন্ত সাঁতরা
১) *হকার*
🌼🌼🌼🌼🌼🌼
ভালোই কাটছিল ট্রেনে হকারী করে
একদিন ডাস্টবিনে কান্না শুনলাম
সদ্যজাত শিশুর নিঃসঙ্গতার কান্না।
দেখে হৃদয়টা ঘৃণা ও করুণায় ভরেগেল,
ওরা মানুষ না জানোয়ার?
কণ্যা বলেকি সে ডাস্টবিনে?
জানোয়ারও সন্তানের মায়া বোঝে।
আমিতো ওদের মতো নই
আমার মাঝে একজন আছে
কুরে কুরে খাবে আমায় সারা বেলা
যদি আমি করি তারে অবহেলা।
তুলেনিয়ে ছিলাম তারে কোলে
বাইশ বছর অতীতে ।
আজ সে সমব্যথী এক আনাথা
সেই বোঝে অনাথের ব্যথা,
আজ সে দেখভাল করে ও ভাবে
তারই মতো শত শত পরিত্যক্ত
অনাথের কথা।
***********************
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২) *আমি নারী*
🌼🌼🌼🌼🌼
আমি নারী
আমি নিপীড়িত, আমি নির্যাতিত
আমি দমিত, আমি শাসিত।
কি আমার পরিচয়?
কারো মেয়ে, কারো স্ত্রী বা,
কারো মা এর বেশি নয়।
কেন চিরকাল
আমায় পদতলে থাকতে হয়?
কেন কোনো কিছুই আমার নিজের নয়?
যেমনটা গোঁফ-দাঁড়ির ক্ষেত্রে হয়।
কেন এত চাপাচাপি
পর্দা ঘোমটা কেন?
সে পারে ইচ্ছে-ডানায় উড়ান দিতে।
আমার বেলায় কেন ডানা ছাঁটা হয়?
কারণ আমি এক নারী
আমায় পদতলেই থাকতে হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});