Spread the love

মনের খবর 

কলমে- হরিহর বৈদ্য 

————————————-

পথের দিকে তাকিয়ে থাকি যেই

পথ যেন মোর হারিয়ে যেতে চায়,

কি যেন কোন স্বপ্নে বিভোর মন

বসেই থাকে কার যে অপেক্ষায়!

 

সারা দিনই ভাবছি মনে মনে

হাজার রঙিন অতীত কল্পনা,

বসন্তের কোকিল ডেকে ফেরে

তবুও আজ মন কেন আনমনা!

 

আঁখির পালক একটুও না পড়ে

অলস দুপুর কেবল বয়ে যায়,

ডাগর চোখে তাকিয়ে থাকি দূরে

মনটা তবু তাকেই পেতে চায়।

 

কাছে- দূরে কোত্থাও নেই কেউ

আমি শুধু মরেও জন্মাই ,

গান শুনিয়ে বাতাস কেঁদে ফেরে

আমরা যেন যমজ দুই ভাই।

 

দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল

আজ সন্ধ্যা তারার মতো আমি একা,

এল অনেক দিনের পরে শুভক্ষণ

তোমার সঙ্গে আবার হলো দেখা।

 

হয়তো তুমি চিনতে নাহি পারো

হারিয়ে যাব তোমার পথের বাঁকে,

কে বলো আর সঙ্গে নিতে চায়

কে বা আজ মনের খবর রাখে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *