Ridendick Mitro
Spread the love

ছড়া : কোথায় গেলো সেই ঠাকুমা

[ A Bengali Rhyme “Kothay gelo sei Thakuma” i.e. “Where is those grannies” by Ridendick Mitro  ]

————————————-

ঋদেনদিক মিত্রো ( কলকাতা, ভারত )

 

কোথায় গেল সেই ঠাকুমা, জ্যোৎস্না রাতে হাওয়ায় —

কত গল্প বলত বসে রাতে খোলা দাওয়ায়,

থাকতো পাশে হেরিকেন বা ছোট্ট আলো স্থির,

হাওয়ায় নড়ে শিখাটা তার হতো যে অস্থির,

ছোট নাতিনাতনিরা সব ঠাকুমাকে ঘিরে —

গল্প শুনে রোমাঞ্চিত হোতো ভয়ে ধীরে,

সেসব গল্প কোথায় ছিল কল্পনা সুদূর,

দত্তি দানো  ভূত পেত্নি রাজা ও রাজপুত্তুর,

রানী এবং রাজকন্যে, কোটাল, যাদুকর,

সাত সমুদ্দুর পেরিয়ে সেই পক্ষীরাজের ঘর,

সেসব কোথায় হারিয়ে গেছে, সেই ঠাকুমারা —

তাদেরকে না পেয়ে আমরা আজকে দিশেহারা।

সেই ঠাকুমা বানাতো যে কত পিঠেপুলি,

বাইরে কোথাও গেলে সাথে থাকতো ছোট ঝুলি,

ফোকলা দাঁতে উছল দিত স্নেহ ভরা হাসি,

সেই ঠাকুমা গেল কোথায়, চলো খুঁজে আসি।

 

—————————————–

২৬ মার্চ ২০২৪, রাত্রে ট্রেনে বসে, রাত ১০-৩৫.।  নদীয়ার কৃষ্ণনগর থেকে অনুষ্ঠান করে ফেরার সময়।

————————————

বিঃদ্র : ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro),  পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট।—————————–

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *