“নতুন সূর্য ”
শৈলেন মাইতি
স্বাধীনতা তুমি কাদের জন্য
কারা এর ভাগিদার ?
স্বাধীনতা তুমি নীরবে কাঁদো
কেনো নেই অধিকার ।
ভাগাভাগি করে নরক কান্না –
নরকের বলি দান !
আবার ভারতে আসবে সেদিন
পাবো সব সন্মান ?
তোমার আমার মিলিত শক্তি
ঐ শোন জয়গান ;
আবার আসিবে নতুন সূর্য
আবার হাসিবে প্রাণ ।
তব অঙ্গীকারে শক্তি জোগাও
শক্তি নিজের চিত্তে ও । ।
—————–