Spread the love
নিঃস্বতায় স্বর্গবাস
সুব্রত মিত্র
ওরা খুব ভালো আছে
আমি ভালো নেই
যখন ওদের সবকিছু জানলাম,
বুঝলাম।
আমি ভালো আছি, ওরা ভালো নেই।
ওদের বড়বড় বোলচাল; বড়বড় বুলি
আদতে সবই গল্প ওগুলি
থাক তবে এসব আজ
সে-ই ভালো; আমি আমার পথেই চলি,
নদীর এপার ভাঙ্গে;ওপার গড়ে
কারা হাসে কারা মরে।
ওদের কারুকার্যে পড়বে দেখো মরচে
অন্যকে দেখে ওরা হীনমন্যতায় মরছে
আমি শিখি ওদের দেখে, আছি কত সুখে
নিজের দোষে ভগবানকে দোষ দেয় ওরা
নিজের আশে নিজেই মরে ওরা।
আমার কিছু ছিলনা , আজও কিছু নেই
ওদের আছে সবকিছু ,তবু কিছু নেই
ওদের যা আছে ,আছে ওগুলো হারাবার ভয়
আমার যা আছে ওগুলো কিছু নয়
নেই….. নেই…. নেই…নেই  তাই কিছু হারাবার ভয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *