#বাংলা আমার প্রাণ#
হান্নান বিশ্বাস
গোপাল নগর, নদীয়া
বাংলা আমার মাতৃদুগ্ধ
প্রথম মুখের হাসি,
বাংলা যেন চলার পথের
গোলাপ রাশি রাশি।
বাংলা আমার প্রাণের স্পন্দন
প্রথম প্রেমের ভাষা,
সুখে দুঃখে হৃদয় দোলায়
তাইতো কাঁদা হাসা।
বাংলা প্রাণের ফুরফুরে ধন
শিরায় শিরায় বয়,
তাই বাংলা বিশ্ব দুয়ারে
স্ব-মহিমায় রয়।
বাংলা যেন মেঘের ভেলা
আমার আকাশ তলে,
মর্মে মর্মে বেঁচে থাকা
রোদ বৃষ্টি জলে।
বিদ্বেষ বিষে ভাষা নিঃশেষে
এল দুরাচার হানাদার,
বাঙালির বাল তরুণ দামাল
রচে রক্তের পারাবার।
রফিক সফিক সালাম বরকত
বুক বাঁধে প্রাণপণে,
বাংলা ভাষা বাঙালির আশা
তাই তাঁরা মহারণে।
আমরণ পনে মৃত্যুকে মেনে
বাঁচায় ভাষার প্রাণ,
গৌরব গাঁথা উঁচু করে মাথা
বাঙালির বাড়ে মান।
‘বাহান্নর ঐ রক্ত লেখায়
একুশে ফেব্রুয়ারি,
স্ব-মহিমায় ভাস্বর বাঙালি
এ জয় মাতৃভাষার-ই।