গদ্য কবিতা- ব্যথার প্রেমডোরে
✍সুমিতা চৌধুরী
ব্যথার ঐ নীল ওমে জড়িয়ে আছি কতকাল,
মন জমিতে ফুটেছে হাজার রক্ত গোলাপ।
রক্তস্নাত নদী বুঝি ছুঁয়েছে দিগন্ত রেখা,
তবু পথ চলা থামেনি, থামে না কখনো।
তাই চলেছি অনন্ত পথ, সময়ের সারণি বেয়ে।
সময়ের স্রোত, সে তো নিত্য বহমান,
সুখ-দুঃখ, ভালো-মন্দের সোপান বেয়ে বয়।
বুকের নদীতে পাড় ভাঙার ভীষণ কলরব,
নাড়ি ছেঁড়ার তীব্র যন্ত্রণায় নোনা জল চলকায় চোখে,
অগুণতি তীরের শরশয্যায় যেন জীবন শায়িত।
আজ এই ব্যথা ঘিরেই আমার নিত্য যাপন, রোজনামচা,
বুঝি ব্যথার প্রেমডোরে সঁপেছি আজ নিজেকে।।
#লাইন_সংখ্যা_১২
লেখিকা পরিচিতি- লেখিকা সুমিতা চৌধুরীর জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়ায়। বর্তমান নিবাস, হাওড়ার লিলুয়ায়। পিতা শ্রী সলিল চ্যাটার্জি ও মাতা শ্রীমতি অরুণা চ্যাটার্জির জ্যেষ্ঠ সন্তান তিনি। ছোটবেলা থেকেই বাবা, জেঠুদের দেখেই লেখার প্রতি অনুরাগ জন্মায়। তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণাতেই লেখায় হাতেখড়ি সেই ছোটবেলাতেই। পরবর্তীতে স্বামী প্রয়াত শ্রী বুলবুল চৌধুরীর সান্নিধ্যে ও অনুপ্রেরণায় সাহিত্য জগতে প্রবেশ। অধুনা বিভিন্ন সাহিত্য পত্রিকায় ওনার লেখা নিয়মিত প্রকাশিত হয়। ইতিমধ্যে তাঁর দুটি একক কাব্যগ্রন্থ “রৌদ্র- ছায়া”ও “মনঘরের রোদ-বৃষ্টি” এবং সম্প্রতি একটি একক গল্পগ্রন্থ “যাপনের রামধনু” সগৌরবে প্রকাশিত হয়েছে।