প্রত্যাশী প্রেমিক
____________
প্রবীর কুমার গুহ
——————
যৌবন ভোরে
ছিল বুকে এক জাপটানো নীল খাম ;
একদা,
ঘন রাত্তিরে সেই নীল খাম হারিয়ে
গিয়েছে আমার___
মধ্যে যার জীবনের সব সোনালী রোদটা ছিল ।
তাতে অনেক গোপন,
মধুর আবেগের গল্পটাও তো ছিল ;
পড়েছি তোমাকে কত যে নিবিড়
শিহরণে,মিশে গেছি যত সমুদ্রসম
ঢেউ উতলা অবাধ্য গর্জনে___
নিশ্চয়ই তোমারও আছে মনে ।
অনেকটা পরে যদিও দুঃসময়ও তো ঠিক এলো !
যখন সন্দেহ বশে,
মনের ফিতেটা দু’হৃদয়ের দূরত্ব
মাপছিল___
তোমার জানালা খোলা পেয়ে বুঝি,
কতগুলো বক ওই দূর হতে আমাকেই ডাকছিল ;
ওঁরা খাঁটি প্রেমিক তো চেনে,
সেদিন তার’ই তো প্রমাণ দিলো ।
তোমার কাছেতে ফিরে যাবো কিনা যাব,এ দ্বন্দ্বতে জীবন হলো দিশাহারা,
সুখ পাখি শেষে এমনই বিদায় নিল ।
তুমি পাঠিয়ে ছিলে যে পায়রার ঠোঁটে
খাম___
নীলাভ প্রেমের ঝর্ণা বিন্দু গুলো,তাতে সযত্নে ভরা ছিল ।
আমি সত্যি কিন্তু দিয়েছি হৃদয় দাম,
কালো মেঘ গুলো কখন যে হলো
ঝড়___
চিরতরে সেই নীল খাম কোন্ ভুলোমনে হঠাৎই নিখোঁজ হলো ।
তোমার
জমলো গোপনে একরাশ অভিমান,
তুমি অবশেষে মুছিয়ে দিয়েছো ভালবাসাটার’ই নাম ।
সেই নীল খাম আবারও আসুক উড়ে,
প্রেম সোনা রোদ্দুরে____
কথা দিলাম,গোধূলির অনুরাগে,এবার
সবটা মোছাবো এ হৃদয়ের বদনাম ।
_________________________________
প্রত্যাসী প্রেমিক — কবিতায় কবি প্রবীর কুমার গুহ প্রেমের স্তরকে মর্মান্তিক করে তুলতে পেরেছেন। চিত্রকল্প প্রয়োগে অনেকখানি উজ্জ্বল।
— ঋদেনদিক মিত্রো