নজরুলের প্রতি
তপন মাইতি
বিদ্রোহী কবি আর একবার ফিরে এসো
তুলে নাও কলম যা তলোয়ারের চেয়ে ধারালো
শব্দগুলো ছুঁড়ে মারো মেশিন গানের মতো।
রক্ত দিয়ে লিখে যেও মানুষের ইতিহাস।
লিখে যেও মানুষের সাথে মানুষ ভালো ভাবে মেশো।
বলে যেও এই নরকীয় সমাজের আমি কেউ ছিলাম না।
লিখে যেও বিপ্লবমুখী সাম্যবাদ কবিতা
বলে যেও ঠাণ্ডা যুদ্ধের নীল ভয়াবহতা
শুনিয়ে দিও নবজাগরণ বাণী
আমার দুঃখের কলজে গোলাপ আমি দিলাম না।
জীবন দিয়ে লিখে যেও সাম্প্রদায়িক ধ্বংস ছাড়া কিছু নয়।
ধর্ম মানে মানুষের কাঁধে মানুষের হাত
জীবন বাঁচিয়ে বেঁচে থাকার আরেক নাম সাম্যবাদ
মুসলমান হয়ে কী হয়েছে শ্যামা সংগীত গাও …
অন্য ধার্মিক নারীর স্বামী হলে কিসের এত কনভয়?
মন হয়েছে হৃদয়ে মসজিদ গোলাপ তুমি নাও
বাংলাদেশের জাতীয় কবি তুমি নজরুল ইসলাম
বাংলা মায়ের দামাল ছেলে নিও আমার প্রমাণ
মর্ম দিয়ে বুঝলে তবে বুঝবে লেখনির দাম
সার্বভৌম হতে গেলে রাষ্ট্রনেতা জনগণ কেমন হতে চাও?
ধর্ম হল বেঁচে থাকার আশা
‘সবার উত্তম মানব ধর্ম
মুখোস পরে মানুষ তুমি কেন পরো বর্ম
সবার আগে বুঝতে হবে মানুষে মানুষে ভালোবাসা।