👌চাকর👌
চাকর চাকর করো কেনো, তফাৎ কিসে পেলে। রক্ত সবার লালা দেখো, দেখো চক্ষু মেলে।। তোমার কর্ম করি বলে, চাকর বলো তুমি। তোমার কর্ম অন্যে করে, তাইতো করি আমি।। হাঁড়কাপানো কঠিন শীতে, সকাল হতে সন্ধ্যে। প্রানের দায়ে সবাই থাকে, দুটি পয়সার গন্ধে।। ভেবে দেখো তুমি আমি, একই পথের হাসি। ভাগের মাঝে সবাই চাকর, দুখ সাগরে ভাসি।।…