-: পুলিশ :-
কলমে- হরিহর বৈদ্য
ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা
দুরাভাষ- ৯৭৩২৮৭৩৭২৩
———————————–
পুলিশ হলো সমাজ বন্ধু
পুলিশ প্রশাসক,
যাদের দেখে ভয়ে মরে
চোর ও প্রতারক।
আমরা যখন দিনে-রাতে
ঘুমাই নিজের ঘরে,
ওরা তখন দেশের জন্য
জীবন দিয়ে লড়ে।
আপদে বিপদে ওরাই করে
মোদের সহায়তা,
ওদের ও যে জীবন আছে
ভাবি না সেসব কথা।
ওরা হাসি মুখে সবই করে
আমাদেরই তরে,
ওদের জন্য থাকি মোরা
সদাই নির্ভয়ে।
তবু সবাই ভাবি পুলিশ মানে
কঠিন হৃদয় প্রাণ,
তারাই কিন্তু দেশের জন্য —
করে আত্মবলিদান।