Spread the love



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

👚শীত ঘুম👚

তাকে চেনা যায়-
বহুদূর থেকে মসজিদ গীর্জার মিছিলে
একা পিরামিডের মতো;
যেন বহুদিনের দূরে থাকা
ঘরে ফেরার পথে সামুদ্রিক পালতোলা জাহাজ;
বা অনেক রক্তারক্তির পর বকের মতো স্বস্তির পতাকা
একা সমাধি সে, বহুদিনের মৌন স্মৃতিস্তম্ভ
শীতক অন্তরে তার কফিনবদ্ধ একটি হৃদয়
ধরনির বুক থেকে কঠিন অসুখে মৃত শিশুর রুপ নিয়ে..


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তার সুপ্ত হৃৎ জাগ্রত ক’রে দিতে
আরেকটি নবাগত সন্তান
ভ্রুণ থেকে ফুটছে নিকটের জননীর সুরক্ষিত জরায়ুতে,
জননীর বুকে দৃঢ় বিশ্বাস
সংসারের যে বাতুল পুরুষ
কঠোর হৃদয়ের ভঙ্গিল রুপ য়ে সমাধিতে ঘুমিয়েছে
অনন্তকালের জন্য–
জননীর জঠোর-কফিনে নতুন একটি মানুষ
পাবে একই রুপ, একই দেহ,
চোখ,নাক,মুখে একই পুরুষের আদল।
ভাগ্যচক্রের ভবিষ্যৎবাণী, ভ্রান্ত ভ্রুণপরিক্ষায়-
জানা যায় বিরুপ ফলাফল
জননীর গভীরের শিশুতে নিজেরই প্রতিবিম্ব
তার মতো চোখ, মুখ, দেহ, বুক, লিঙ্গ নারীর আদলে..


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিষক্রিয়ায় নিকড়ে আনে আরেকটি মৃত শিশু
এক ধরণীর জরায়ুর প্রাণ থেকে–
অন্য ধরণীর নিষ্প্রাণ জরায়ুতে
কফিনবদ্ধ সমাধিস্থ হয়ে যায় আরেকটি দেহ,
আরেকটি সমাধি;
অনেক আগেই মৃত চেনা মানুষের পাশে…
(সমাপ্ত)



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *