Spread the love

প্রথম যবে ভালোবাসা অনুভব করি
তপন মাইতি

ফুলেরা কেন আকর্ষণীয় রঙিন আর সুবাস ঢালে?
লাল গোলাপ কেন একে অপরকে দেয়?
কোকিল কেন বসন্ত এলে ডাকে?
কাউকে ভালো লাগলে মুখের হাসি
আর চোখের চাহনি অন্যরকম হয় কেন?
এসবগুলোর প্রতি আগে কোন অনুভব ছিল না
এখন সবকিছুতেই ভালো লাগে
এবং সবকিছুতেই নতুন লাগে
আমি জানি ফুলের সুবাস লাল গোলাপ কোকিল
আগেও ছিল আছে ভবিষ্যতে থাকবে
এটা সম্ভবতই স্বাভাবিক…
মানুষের অতিসাধারণ জিনিসের প্রতি কৌতুহল বরাবরই কম
এসব উপরে উপরে ভাবলে আমাদের অনুভবে আসবে না
এখন সামান্য জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ জন্মায়
যবে থেকে প্রথম ভালোবাসা অনুভব করতে পারলাম
সবকিছু কেমন যেন সুন্দর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *