কবিতা: লাশ-পাহাড়ের কথা
কবি অসিকার রহমান
*****************
‘ মহাভারতের কথা অমৃত সমান ‘
জতুগৃহ পুড়ে যায়
মানুষ পোড়ে না মরেও না ।
এ যুগের মহাকাব্যে সবই ভষ্মীভূত…
ক্রমাগত ঘনীভূত আগুন গোটা গ্রামকে হজম করে
চিতাভষ্ম আকাশে উড়ায়,
নিরুপায় সময় অদৃশ্য অস্র ঝরায় সারারাত।
যে পাহাড়ে বরফ জমেছিলো
যে পাহাড়ের পাদদেশে পরিরা খেলতো,
পরিদের জ্বলা শরীর ভেঙেছিলো হিমালয়
জলধারা জ্বলন্ত গ্রামকে ধুয়ে দিলো।
সারিবদ্ধ পোড়া লাশগুলো ক্ষোভের পাথর হয়ে
গড়ে তুলছে আকাশচুম্বী পাহাড়
এই লাশ-পাহাড়ের কথাও ‘অমৃত সমান