ঈশ্বর ও মানুষ
= প্রদীপ কুমার সামন্ত
—————————–
ঈশ্বর অসীম শক্তিধর
সৃষ্টি – প্রলয় , বন্ধন মুক্তি সবই তাঁর হাতে
তিনি সব কিছুই পারেন —
পুরুষকে নারী করতে
নারীকে পুরূষ করতে
পশুকে মানুষ —
মানুষকে পশু — আরো কতো কি — ।
কিন্তু মানুষকে পশু করানোর ব্যাপারটা
তিনি মানুষের হাতে সঁপে দিয়ে
দিব্যি তিনি ম্যাজিক দেখছেন
উড়ুক না ঘুড়ি
লাটাই তাঁর হাতে
এতে মানুষরাও অনেক তৃপ্ত ও গর্বিত ;
বিধাতাপুরুষ নীরব থেকে
সব খেলা দেখছেন
আর অট্টহাসি হাসছেন ।
==========================