কবিতা: ওরা থাকে মিলেমিশে”
কলমে- বাসুদেব মন্ডল
——————————
দেখ কেমন আছে মিলেমিশে
আগাছা ঘাস-পাতা,
কচু পাতার তলায় দেখ
আছে আলোক লতা।
কলাগাছের লম্বা পাতা
পায় আলো উজ্জ্বলতা,
কচু কেঁশে ঘাস বলে দাদা
সালোকসংশ্লেষণে দুর্বলতা।
ডালপালাতে ঐ জীবন গাছ
করে আড়াল আজ,
লাগে না কোন কাজে বেটা
মাথায় নেয় বাজ।
বলে জীবন গাছ তোমরা কানা
ঈর্ষা ছাড়া জানো না,
সবার মাথার উপরে বেল গাছ
তাকে কিছুই বলনা?
এমন সময় খিল খিল করে লাল
জবা উঠলো হেসে,
দলে দলে মৌরা গুনগুনালো
থাকোগো মিলেমিশে।
আসবে কখন মানুষেরা দেবে
উপড়ে কেটে চষে,
মিলেমিশে আছো ভালোবেসে
কেউ থাকবে না শেষে!
ওরা মানে না কোনো মানা
চলে নিজের খেয়ালে,
শস্য শ্যামলা প্রকৃতি ধ্বংসে
পৃথ্বী মরু বানালে।।
# লেখক— লাইব্রেরিবাড়ি সুরেশনগর,পো:
তারাপুর, জেলা-নদীয়া