কবিতা: লগি ঠেলে ঠেলে
কবি কৃষ্ণকলি বেরা
______________
কোনো মানুষের কথা বলার ছিল তোমার কলমের মুখে?
একটা সময় ছিল যখন অক্ষরের মুখের দিকে তাকিয়ে মাটি আর মানুষের উত্তাপ পোহাতাম
কাব্যের গনগনে আগুনে।
এখন চারিদিকে শুধু তামাকের ঝাঁঝালো নিঃশ্বাস।
জীবন খরবর্ষণ বেগে
উর্বর পলি এঁকে দিতে চেয়েছিলো, তবে এসো যুদ্ধ শুরু হোক,
তোমারই দীপ্ত তেজরশ্মিতে আরও তীক্ষ্ণ হোক আমার বল্লমের ফলা,
জানি একদিন না একদিন ঠিক জিতে যাবো ।
তবুও হাড়চিনচিনে বোধের বিস্তার কেবলি ডেকে চলে,
সযত্মে পালিশ করা নখ,দাঁত আর অর্জিত চাহনি খুবলে খেতে চায়
এক সপ্রতিভ কবিতার আন্তর্জাতিক প্রেম-পৃষ্ঠাগুলি ।স্তব্ধতার গর্ভজলে তবুও এখানে কবিতা বেড়ে ওঠে।জ্বলন্ত ঝিনুক ভাঙে
সংকেতের স্রোতে।
কবিকে দেখেনি তারা, চিৎকার শোনেনি তাঁর। তাঁরা বড়োজোর হা হা করে হাসে আর হাততালি দেয়।
লোকে ভাবে হাওয়া।