Spread the love

অনুগল্প: বাস্তবতা

কলমে: সূরাজ বণিক

মানুষের জনসমুদ্রে থেকে দেখেছি কাছে থাকলে সবাই খোঁজ রাখে,কাউকে না জনিয়েই সেই জনস্রোত থেকে একটু দূরে গিয়ে হারিয়েও দেখেছি কেউ খেয়াল ও করে না সেই স্রোত থেকে কেউ,,কেউ বেড়িয়ে চলে গিয়েছে নিজস্ব গন্তব্যে।জীবন সংকীর্ণ,জীবন কখনোও বা সচল পয়সা কখনো বা আধুলির মতোন।কর্ম,,দায়িত্ব,,কর্তব্যের বাইরে গিয়ে খুব কম মানুষ-ই আমাদের মনে রাখে,কম মানুষ-ই আমাদের খোঁজ রাখে।মানুষের অন্তর এ হয়তো জায়গা করে নেওয়া ভীষন কঠিন ব্যাপার..কারো মন পাওয়া হয়তো তার চেয়েও বহুগুণ কঠিন।আর আমরা কঠিন কাজ গুলোর পেছনেই পরে থেকে জীবনের বহু মূল্যবান সময় অপচয় করে নিজের মূল্যায়ন ভুলতে শিখি। কেউ আমাকে ভালোবাসবে কেউ আমাকে অন্তরে এক কোণে কিছুটা জায়গা দেবে এই ভেবে আমরা জীবনের কতই না সময় নষ্ট করে ফেলি। জীবন থেকে যা কিছু যায় তা আর কখনোই ফিরে আসে না। জীবন যত মৃত্যুর দিকে এগোতে থাকে ততই জীবন থেকে হারানোর তালিকা জুড়ে একটা লম্বা লিস্ট তৈরি হয়।জীবনে কত মানুষ হারিয়ে যায়,,কত সময় পেরিয়ে যায়,,কত বন্ধু শত্রুতে পরিণত হয়।কত প্রিয়জন অন্যের সাথে সংসার গড়ে নেয়।আমরা দিনশেষে নিজের কাছে সবাই ভীষণ একলা।একলা চাঁদের মতোন,,একলা সূর্যের মতন..
কিন্তু আমরা একে অপরকে ভাবি আকাশের অসংখ্য তাঁরার মতোন। কাছ থেকে গিয়ে কাউকে বিশ্লেষণ করি না,,করতে পারিনা..সেই ক্ষমতা আমাদের নেই ও হয়তো।দুঃখ সবার আছে,হতাশা সবার আছে,একাকিত্বে ঘেরা ঘরে আমরা কম বেশি সবাই বাস করি।কিন্ত সেই ঘরের বাইরেই আবার আমরা মিথ্যা সুখের চাঁদর গায়ে ঘুরে বেড়াই।জীবনের বেশিরভাগটাই মিথ্যা দিয়ে সাজানো একটি ফুলের বাগান।সেই বাগানে এখনো এমন মালি জন্মায়নি যে বাগান সত্যের চারাগাছ বপন করে সকলের সামনে তুলে ধরতে পারে।ফুলের বাগান সাজানো আর জীবনে সুখের গোলাপ ফোঁটানোর মধ্যে আকাশ-মাটির ব্যবধান।
কলমে-“সূরাজ-বনিক”..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *