সব_পুড়ে_যাচ্ছে_
গৌতম_দাশগুপ্ত_
পুড়ছে দেখো, জ্বলছে রোজ,
দেশের হেথা হোথা ।
আমাদের ঘরের মা-বোনেরা,
কিংবা দলিত, সংখ্যালঘু।
নেই কোনো হেলদোল,
এমনটা যেন হবারই কথা!
আমরা শান্ত নির্বিকার!
পুড়ছে না মানুষই কেবল ,
পুড়ছে দেশের সংবিধান,
পুড়ছে গণতান্ত্রিক মূল্যবোধ,
পুড়ছে দেশের বহুত্ববাদ,
পুড়ছে দেশের একতা,
পুড়ছে দেশের আইন – কানুন,
পুড়ছে সম্প্রীতির পরিবেশ ,
পুড়ছে সাংস্কৃতিক ঐতিহ্য,
পুড়ছে আদালত ও বিচার,
পুড়ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো,
পুড়ছে প্রকৃত ইতিহাস,
পুড়ছে বিজ্ঞানমনস্কতা,
পুড়ছে ব্যক্তি স্বাধীনতা!
সব পুড়ছে সব।
আর কতো পুড়লে আমরা জাগবো!
খাঁটি সোনা হবো!
আরো পোড়া যে রয়েছে বাকি!
পোড়ানো চলছে চলবে –
এক দেশ এক ভাষা,
এক দেশ এক ধর্ম,
এক দেশ এক খাদ্যাভ্যাস,
এক দেশ ও এক পুলিশি উর্দি,
এক দেশ এক পুলিশ,
এক দেশ এক সরকার,
এক দেশ এক দল…….
থামার কোনো লক্ষণ নেই!
পুড়তে পুড়তে ছাই হতে বাকি!!
তখন চোখ খোলা শূন্যে বিলীন!
কই, বলছি না তো এই কথা –
এক দেশ এক সুবিধা,
এক দেশ এক সম্মান,
এক দেশ এক দাম,
এক দেশ এক বিচার,
এক দেশ এক অধিকার!!
বোবা হয়ে গেছি আমরা ।
অন্ধ কালা হয়ে গেছি।
আমরা অস্তিত্ব সংকটে আছি।
তবু এখনও অস্তিত্বটা আছে,
কিছুদিন পর আর থাকবে না!
****************