চাবি
****
রাজকুমার সরকার
(অণুগল্প)
ভব লাহিড়ী সোদপুর কোলিয়ারিতে কাজ করেন। বাড়িতে স্ত্রী, তিনটি মেয়ে ও একটি ছেলে।এই তার পরিবার।
যদিও আরও একটি মেয়ে হতে হতেও হয়নি; মাঝপথেই লটকে গেছে ….
উনি আর মেয়ে চান না তাই আবরেশন করিয়েছেন।সে কথা কেউ ঘুণাক্ষরেও জানে না।
যাই হোক সংসারের ঠেলা ভালোই চালাচ্ছিলেন। একদিন রাত্রে বুকে ব্যথা হয়।ডাক্তার দেখালেন তড়িঘড়ি।ডাক্তার বললো- হার্ট- এর সমস্যা।
পরিবারটিই চিন্তিত হয়ে পড়লো।তবুও ভালোই ছিলেন।বড় মেয়ের বিয়ে দিলেন।নতুন বাড়ি বানালেন জায়গা কিনে।গৃহপ্রতিষ্ঠা হোলো।মেজ মেয়ের বিয়ে দিলেন।বেশ ভালোই কাজগুলো একে একে গুছিয়েই চলেছিলেন।মাঝেই দুর্ঘটনা। সিঁড়ি থেকে পড়ে মালইচাকি ভস্কালেন।তবুও অপারেশন করে ভালোই ছিলেন।
সরস্বতী পুজোর পরের দিন বুকে ব্যথা অনুভব করেন।হাসপাতালে যেতে যেতেই গনফট্।
স্ত্রী দিশেহারা।গমগিন মাহোল।
সব আত্মীয়-স্বজন শোকসংবাদ পেয়ে ছুটে এলেন।কান্নাকাটি ঘন্টা খানেক চললো তারপর সব চুপচাপ।
স্ত্রী বললেন – মরবেক মরুক, একদিন তো সবাই মরবে, তা বলে এ ঠান্ডায় মরে?
লোকটির কোনদিনই বুদ্ধি আর হোলো না।মরলে মর ক্ষতি নেই, চাবিটা তো দিয়ে যাবে লকারের …
সবদিক দিয়েই আমাকে সমস্যায় ফেলে দিয়ে চলে গেল লোকটি ….
এই শোকের মাঝে কেউ কিছু ভাবতেই পারছেন না আদৌ লোকটি মরেছে কি না?
হঠাৎ ছেলে বলে উঠলো মা, তুমি বাবার নিয়ে কী বলছিলে এতক্ষণ ধরে? —- এই দেখো লকারের চাবি।বাবা শুধু আমাকেই বিশ্বাস করতেন।