কবিতা: মায়া
কলমে – চিত্রা মুখার্জি
***************
ব্যস্ত শহরে হাজারো মানুষের ভিড়,
চারিদিকে আলোর রোশনাই
ঝলমল করছে পূর্ণিমার ঢেউ
চুইয়ে চুইয়ে পড়ছে তীরে।
তারি মাঝে হেঁটে চলেছি আমি
শুধু আমি —-
আশেপাশে সব অজানা মুখ
কাউকে তো চিনি না।
ভেসে আসে কানে
নিঃসঙ্গ পথিকের ডুকরে ওঠা কান্না।
আসলে সবাই আমরা নিঃসঙ্গ, একা।
শুধু মায়ার বশেই সবকিছুকে আঁকড়ে ধরে থাকা।
জন্ম লগ্ন থেকেই এক অদৃশ্য মায়া থাকে ঘিরে,
তারপর যখন মায়ার সুতোর গিঁট
এক এক করে থাকে খুলতে –
তখন শত সহস্র মাইল যাই ছিটকে।
কেউ তো নেই —
সব একে একে যাচ্ছে দূরে
অনেক, অনেক দূরে –
দূর থেকে দূরান্তে।
চেয়ে দেখি চারিদিকে
আমি শুধু রইলাম পড়ে –
ছায়া কে সঙ্গী করে।
চুক্তিবদ্ধ জীবন ছেড়ে
একলা মনে, একাই হাঁটি অতি নিঃশব্দে।