(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
🙏সাক্ষী📢
✍️জয়ন্ত চট্টোপাধ্যায়✍️
প্রাচীন গাছের গায়ে বিশ্রাম লেখা
সবুজ ছায়ার নীচে শান্তির আশ্বাস।
তাকে লাইটহাউস বলায় শিরশির
হাসে পাতা সায় দেয় দামাল বাতাস।
এগাছ ইতিহাস জানে।প্রত্নলিপি শরীরে
জড়ায়।জানি ওর চোখে জলছবি জাগে।
বিপুল বনভূমি ধানখেত কাঁকরের ডাঙা
ভেঙে সুফলা জমির দিন আধপেটা
যন্ত্রণার ঋণ নিয়ে ঘুমিয়েছে।সেই শিল্পীরা
সামান্য কামাই ছেড়ে শান্তির ছায়ায় ছিলো
বেশ অথচ সবুজ স্বপ্ন মেলে যেসব কুমির
সবকিছু গিলে নেয় মেহনতী আশা
তারাও প্রবল প্রতাপ ঢেলে বিলুপ্তির পথে
জানে শুধু গাছ। প্রবাদটি জানা : ইতিহাস
ফিরে ফিরে আসে।কান্না আর প্রাণপাত
ঝড়ের বাতাসে শোষণ বা প্রতিরোধ প্রত্নলিপি
বুকে বট অটল পাহাড় হয়ে খাড়া।
🌱🌱🌱🌱
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিষ্ণুপুর,বাঁকুড়া