চূর্ণ বিচূর্ণ আলোতে ভরেছে দেহ আকাশ
জ্যোৎস্নার কারাঘাতে স্বপ্ন ভেঙ্গে বিলিয়েছি
তুরুপের তাস হাতে রেখে
স্যাকরার ঠুকঠাকেও নীরবতার কেরাটিন বাড়িয়েছে
গলার স্বর ভেঙে কাকের কর্কশে
তোমার আমার মাঝের বিপদ সংকেত
চোখের শোণিতে ভেসে ওঠে
যেন রাস্তার সিগনাল পোস্টে শকুনের থাবা
জীবনের গতিতে জমে মৃত প্রাণী স্তুপ
তারাদের দৃষ্টি
খুঁজি পৃথিবীর অন্ধকারের পর্দা
পৃথিবী বেড়ে উঠেছে
আর আমি চাঁদের আলোয় পথ দেখি
সুতো ভেবে গলির পিছু পিছু ছুটি
আমাকে হারিয়ে নেয় প্রদীপের সলতে।