Spread the love

 

তুমি কাউকে ভালোবাসো না,
যদি না নিজেকে ভালোবাসো।।
তুমি প্রেমের নামে প্রতারনা করছো,
যদি না, মানুষ কে মানুষ মনে করো।।

তুমি মূল্যবান রত্ন পেয়েছো, মূল্য দিতে পারোনি।।

হা হুতাশ করে কাটাচ্ছো দিন,
দিন রাত জপে যাচ্ছো, আল্লাহ ভগবানের গান।।
ভগবান তো ভরসা, পথপ্রদর্শক
আসল ভগবান অন্তরাত্মা, বিশ্বাস টুকু থাকুক।।

তুমি মূল্যবান রত্ন পেয়েছো,তাকে মূল্য দিতে শেখো।।

যাদের টাকায় বড়ো হয়ে,আজ তুমি লাখপতি
তাদের দুু-বেলা আহার জোটেনা,এটাই কি নিয়তি?
একদিন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না,
যেদিন তারা একরাশ স্মৃতি উপহার দেবে, তারাদের         জগৎ থেকে।।

তুমি মূল্যবান রত্ন পেয়েছিলে, মূল্য দিতে পারোনি।।

সমাজ’কে স্বচক্ষে না দেখলে জানতাম না,
মানুষ কতটা নিষ্ঠুর, নির্মম।।
বিদ্যাসাগর, সুনীল গঙ্গোপাধ্যায় না পড়লে জানাই হত না,
মানুষ কতো বড়ো দয়াপরায়ন ও প্রেমিক হতে পারে।

সবাই মানুষ সাজে এক’ই মুখোশের আড়ালে,
আসল নকল চেনা দায়,এই বিচিত্র সংসারে।।

আমরা মূল্যবান রত্ন পেয়েছি,তাদের চিনতে পারিনি।

One thought on “মূল্য – শুভাশীষ সামন্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *