================================
ফাগুনের ফুল ঝলসায় যেমন চৈতের আগুনেতে,
জীবন ঝলসায় সময়ের সাথে প্রেমের ছোঁয়ায় মেতে।
তবু যেমনি ফাগুন ফিরে, ফিরে না অতীত ফাগুন,
বিকৃত প্রেম অগ্নিদগ্ধে সময়-ই প্রেমের আগুন।
সূর্যোদয়ের আলোক রশ্মি সূর্যমুখীর মুখে,
সূর্যাস্তে অস্ত সে প্রেম বিষাদ মাখা দুখে।
আঁধার রাতের আঁধার কাটায় পূর্ণিমার ওই চাঁদ,
আলোও মুছে সময় বুঝে অন্ধ প্রেমের ফাঁদ।
বিষাক্ত কীটে গন্ধ মিঠে বিকৃত প্রেম তিক্ত,
রূপবতী ফুল হারায় যে কুল অশ্রু তখন সিক্ত।
বিষাদের জলে বুক যে ভাসে কপাল যে তার ফাটা,
সময়ের সাথে লক্ষ্মী যে বউ সময়ে সে কুলটা।
সময় যানে বর্ষা আনে জল থৈ থৈ মাঠ,
সময় যানে আগুন বানে চৌরির পথ-ঘাট।
সময় কুলে নদীবুক ফুলে ,আসে জোয়ার-ভাটা,
স্বাদে-বিষাদে হাসিরাও কাঁদে,অচেনারে চিনে
হাঁটা।
================================