কবির সংক্ষিপ্ত পরিচিতি.
———————————–
অনমিতা ভট্টাচার্য্যর জন্ম বারাকপুর, কলকাতা! রবীন্দ্রসংগীত শেখান ও কবিতা লেখা নিয়েই থাকেন ! বাড়ি বৈষ্ণবঘাটা, কলকাতা ! বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি করেন !
************************
কবিতা – ভালোবাসা
————
কলমে- অনমিতা ভট্টাচার্য্য
যদি আবার জন্ম নিই বৃষ্টি হয়ে
ঝরবো তোমার বুকে !
তোমাকেই যাবো ভালোবেসে !
যদি আবার জন্ম হয় আলো হয়ে —
পড়বো তোমার মুখে হেসে !
যাবো আমি ভালোবেসে !
রাত হয়ে যদি আমি আসি ফিরে,
রঙ্গীন স্বপ্ন দিয়ে রাখবো ঘিরে,
বাতাসের সাথে যদি থাকি মিশে —
তোমাকেই ছুঁয়ে যাবো ভালোবেসে !
ঢেউ হয়ে যদি আমি দোলাবো তোমায়,
সুর হয়ে দেবো পাড়ি গানেরও খেয়ায় !
আবার জন্ম নিলে এই মাটিতে —
দেখা তো হবেই জানি তোমার সাথে !
একই মন নিয়ে ফিরে নতুন বেশে,
তোমাকেই যাবো আমি ভালোবেসে !
——————————————————-
কবিতা – কোন পৃথিবী
———————–
কলমে- অনমিতা ভট্টাচার্য্য
প্রতিদিন দুপুর বেলায়
ঝাড়ন ওয়ালা ঝাড়ন নিয়ে
রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়ায়
গাড়ির সামনা সামনি,
গিয়ে বলে , ” বাবু, ঝাড়ন লাগবে, ঝাড়ন? “
কিন্তু, কেউ কেনে না !
যত গাড়ি ট্রাফিকে দাঁড়ায়,
সব গাড়ির সামনে গিয়ে বলে —
বাবু, নিননা একটা ঝাড়ন !
কিন্তু, কেউ কেনে না !
এইভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত
ঘুরে বেড়ায়,
দিনের শেষে খালি হাতে বাড়ি ফেরে,
সারাদিন রোজগার কোনোদিন কিছু হয়,
কোনো দিন হয় না !
———————————————————