Spread the love
                   হাতজোড়ে কৈ
কার্ত্তিক‌ মণ্ডল
খাও‌ দাও‌ সব‌ বন্ধ ঘরে , কর আনন্দ মজা
এটাই বাঁচার আসল মন্ত্র কেউ ভেবোনা সাজা।
চুপ নগরীর বাজনা গুলো বাজুক না ভিন সুরে
সবুজ মাঠ বা পাহাড় বনে অতল সমুদ্দুরে ।
ন‌ইলে লাশের আসন পাতা শ্মশান কিম্বা গোরে
হাতজোড়ে কৈ শত্রূতো নৈ থেকো আপন ঘরে ।
/—————-/————-/————–/
 কার্ত্তিক‌ মণ্ডল
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *