সনেট : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল
(২৬ অক্টোবর ১৮৮১- ২৪ নভেম্বর ১৯৩৪)
—————————————–
ঋদেনদিক মিত্রো
শীর উচ্চ থাকে সব মহান জনের,
তুমি কিন্তু তাঁদের চে’ ভিন্ন তেজময়,
পৃথিবীর ইতিহাসে এমন মনের —
দ্বিতীয় ছিলনা কেউ — এমন বিষ্ময়।
দেশ ও বিশ্বের সাথে নিজের মর্যাদা —
কী করে অতীব উচ্চে নিয়ে যেতে পারা,
দলিলে মৃত্যর আগে লিখেগেছিলে যা —
চিতায় রাখতে হবে সোজা শিরদাঁড়া।
কে তুচ্ছ আলেকজান্ডার কী জন্য গ্রেট,
দেশ দখল, লুটপাটে যে অদ্বিতীয়,
ইতিহাসের ব্যাখ্যাতে কতখানি ফেক –,
না হলে আড়ালে কেন তুমি বীর প্রিয়।
মানবের ইতিহাসে তুমি সে বিরল,
হে, দেশপ্রান বীরেন্দ্রনাথ শাসমল।
————————————————–
(১২-৪৫ দুপুর, ২ নভেম্বর ২০২২)
————————————————–
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এমন একজন যিনি মৃত্যুর আগে দলিল করে গিয়েছিলেন যে চিতাতেও যেন তাঁর শিরদাঁড়া রেখে পোড়ানো হয়। কারন তিনি কোনো দিন কারোর কাছে মাথা নোয়াননি। আর সেই ভাবেই তাঁকে পোড়ানো হয়েছিল। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এমন কাহিনি জানা যায় না। ইনি কিন্তু বাঙালী।বাকিটা কি আর খুলে বলা দরকার? —
কবি ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro) , পেশায় ইংরেজী ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট, কলকাতা।