কবিতা: মুখোশের আড়ালে
কলমে : বানীব্রত
মন তোর অভিমান হয়েছে?
কই নাতো, ছিলো হয়তো কখনো
অভিযোগ আছে নিশ্চয়ই
নাতো, ছিল বোধহয় কোনো সময়
ভালোবাসা আছে তাই না?
না -না, সেতো এখন ডাইরির পাতায় বন্দি
তাহলে রাগ?
কার উপর করব সেও তো অবিশ্বাসের খাতায়
বন্ধুত্ব রাখতে চাস না?
বড় ভয় হয় যে,
অবিশ্বাসের খাতা কেন?
বিশ্বাস যে হার মেনেছে মিথ্যের কাছে
তাহলে কি চাস তুই?
কি আর চাইতে পারি
চেনা মুখগুলো যে আজ মুখোশের আড়ালে।।