আজ সত্যি কি তুমি নেই
- সত্যেন্দ্রনাথ পাইন
একটি কথাই বলবে বলে বলা হলো না আর।
তুমি চলে গেলে মায়ার বাঁধন ছেড়ে ঐ অজানা দেশে
দাঁড় হাল কিছুই লাগলো না তুমি একাই পাড়ি দিলে
কত পিছুটান কত মায়া মমতা প্রতিপত্তি যেন
অকালমৃত্যু নিলো। তুমি হলে দোসর তাদের
একবার চেয়ে দ্যাখো, কারা এসেছে তোমার পাশে
শিকড় নামিয়ে যে বাকবিতন্ডা করেছিল সেদিন
সেও এসেছে আজ। তাকিয়ে দেখছে স্থবিরের মতো
আধো চাঁদও মলিন হয়ে পড়েছে ঝুঁকে।