বাস্তব
*****
(অণুগল্প)
রাজকুমার সরকার/ঝাড়খন্ড
—————————————-
আজ তোকে দেখলাম বাইরে ঘুরতে।তোর লজ্জা শরম কিছু নেই।যখন জানিস্ সবাইকে বাইরে বের হতে নিষেধ করেছে তখন তুই বের হচ্ছিস্ কেন?
জগা- কখন তুই আমাকে বাইরে দেখলি?
মিথ্যাবাদী কোথাকার…
পানু- সকাল ঠিক সাতটায় পঁচা’র চা দোকানে তোকে দেখেছি।
আমি ঠিক তোর পেছনেই ছিলাম; তুই খেয়াল করিস নি।