কুঁড়ি
বিধানচন্দ্র হালদার
৪+৪+২=১০
৪+৪+২=১০
১+৩/২+৪–অন্ত মিল।
–দলবৃত্ত ছন্দ।
ফুলের বনে চলছে বাদশাগিরি
যোগের অংক দিনে দিনে শূন্য
শিউলি ডালে হন্যে হয়ে ফিরি
নদীর কূলে যায় যে মজে পূণ্য
ইচ্ছে করে চোখ গেলে দিই চটপট
সারা জীবন অন্ধ যেন থাকে
ঘরের মধ্যে পচে পচে ছটফট
বেলুন ফেটে পড়ে থাকুক পাঁকে
বাঁচতে গেলে বাঁচো বীরের মতো
লাটাই কেটে উড়বে কতো ঘুঁড়ি
ফাঁকা মাঠে মুক্ত ঝরবে কতো
হাওয়ায় হাওয়ায় মাথা দোলায় কুঁড়ি
সময়ের দর্পণ কবি
বিধান চন্দ্র হালদার
কাকদ্বীপ ।শান্তিনিকেতন। কবিতা কুঞ্জ।