বীতশোক
মৃন্ময় ভট্টাচার্য
সুখের বাসা মনের ভিতর
মনেই কমে বাড়ে,
মৃত্যু শোকে মূহ্য যে’জন
সেইই দুঃখে হারে।
অবিরত মৃত্যু মিছিল
চলে সকল কালে
শোকে মূহ্যমানও যে কাল
যাবে পরকালে।
জন্মাচ্ছে হাজার শিশু
ফুটছে মুখে হাসি,
দেখো চেয়ে সুখের স্রোতে
বিশ্ব যে বানভাসি।
ভ্রমণকারী আমরা সবাই
বেড়িয়ে ফিরি ঘরে,
অভিজ্ঞতা করতে জমা
পাঠিয়েছে যে তারে।
********************