কবিতা : সুপ্রিয়া চক্রবর্তী
তোমায় পাবো বলে ✍️সুপ্রিয়া চক্রবর্ত্তী✍️****************** নাইবা পেলাম ছোঁয়া,নাইবা পেলাম দেখাভালোবাসার অপেক্ষাতে,রইবো আমি একা। তোমায় একটু ছোঁব বলে,একলা খুঁজি,তোমার পরশ পেলে অনুভবে,ভালোবাসা বুঝি। নাইবা হলো তোমার সাথে,সুখের পরিনয়,হৃদয় মাঝে থাকবে তুমি,রইবে…