হৃদয় কেন চুপ?
জয়শ্রী বসু
6 June 2024
মন মহলায় সাত সাগরের ঢেউ,
ঝড়ের বাতাস মেঘের উজান ভাসি ,
বৃক্ষলতায় অলীক রুদ্ধশ্বাস,
মিলন প্রহর গোনে।
অঝর ঝরে শ্রাবণ প্লাবন,
আকাশ ঝড়ে অশ্রু ঝারি,
বক্ষ মাঝে তৃষ্ণা মরু,
হৃদয় কেন চুপ ?
আমি যখন আকাশ মাপি তারায় তারায় নিরব রাতে।
তুমি তখন মেঘ বাদলে ঝড়ের তুফান বজ্রজ্বলে,
তারার ফুলে পাগল বাতাস,
উড়ছে আমার অনেকদিনের হারিয়ে যাওয়া খুশির পাতা,
উড়ছে যত ইচ্ছারা সব পাখির ডানায়।
হারিয়ে যাওয়া ফাগুন রঙের পলাশ শিমুল কৃষ্ণচূড়ায়,
পুষ্প পাতায়, পত্রলেখায় ।
সপ্ন সুখের ভালোবাসা বন্দী তখন অজানার বুকের মাঝে,
জানা সে আপন ভাবে।
স্বপ্ন ভাসে নয়ন তারায়,
বর্ষা রাতে মেঘের পরে মেঘ জমেছে,
আকুল ব্যাকুল মাটির পরে বৃষ্টি নামে,
ধূপছায়াতে বাদল ধারায়।
মন মিলে যায় বজ্র মেঘের বাদল বাতাস,
ঝড়ের আকাশ।
বুকে তার বজ্র জ্বলে,
হাজার রাতের অশ্রু
আমাৰ চোখের পাতায়,
হৃদয় কেন চুপ?