“হিরো”
হান্নান বিশ্বাস
যাঁদের এখন মানুষ বলি
শূণ্য হৃদয় তাঁরা,
সাদা-কালো ধনের পাহাড়
তবু সর্বহারা।
শিক্ষা-নীতি যথা-রীতি
মানুষ মারা কল,
গুরু হয়ে প্রণাম নেবেন
টাকা-ই যাদের বল।
গণ-তন্ত্রে—— যজ্ঞ মন্ত্রে
পোষায় যাদের বেশ,
অধিকারের শিকড় বসায়
আসুক যতই ক্লেশ।
যাঁকে আমরা মানুষ বলি
তাঁরায় যাঁতাকল,
মানুষ হয়ে মানুষ পেষাই
বড্ড মনোবল।
পেটটি ছোট তবুও কত
জমায় পিপিলিকা,
মানুষ এখন পাওয়া যাবে
খুঁজে সেই তালিকা।
মাস মাইনে খাসতালুকে
তবু ক্ষধায় মন,
কলম ঠেলে পাঁকে ফেলে
যোগায় কালো ধন।
মিথ্যেনীতি যোগায় ভীতি
সরল মানুষ মনে,
চষছে যেন কৃষক ভূমি
সরষে বীজ বপনে।
আমজনতা দয়ার ক্রেতা
মূল্যমানে জিরো,
ঘাড়ে চেপে মাথায় উঁচু
তাঁরাই এখন হিরো।